
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শোক ও প্রতিবাদের অনন্য বার্তা
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আকাশ থেকে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে যারা নিরস্ত্র জনতার রক্ত ঝরিয়েছিল—আজ তাদেরই স্মরণে নীরব শোকমিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
নির্বিচার হত্যার সেই দিনটিতে শহীদ ও আহত হাজারো নাগরিকের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়েছেন এবি পার্টির নেতৃবৃন্দ।
এই শোকমিছিল শুধু স্মরণ নয়—এটি একটি নীরব প্রতিবাদ।
একটি রাষ্ট্রীয় বর্বরতার বিচারহীনতার বিরুদ্ধে মৌন চিৎকার।
একটি নতুন ও ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প।